আমতলীতে বিএনপির মিছিলে হামলা মামলায় ইউপি চেয়ারম্যানসহ তিনজন গ্রেপ্তার

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলীতে বিএনপির মিছিলে হামলার মামলার ঘটনায় আমতলী উপজেলা শ্রমিকলীগ সভাপতি হলদিয়া ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক, আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির ও পৌর যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক অমিত রসুল অপুকে গ্রেপ্তার করা হয়েছে।রোববার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার বিকালে তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। আদালতের বিচারক মো. ইফতি হাসান ইমরান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

জানা গেছে, গত বছর ২২ অক্টোবর আমতলী উপজেলা বিএনপির নেতাকর্মীরা মিছিল করলে আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা চালায়। এ ঘটনায় রবিবার রাতে আমতলী সরকারী কলেজের ছাত্রদলের সাধারন সম্পাদক মো.রাহাত প্যাদা ৬৫ জন আসামীর নাম উল্লেখ এবং ১৫০ জনকে অজ্ঞাত রেখে আমতলী থানায় বিস্ফোরক ও বিশেষ আইনে মামলা দায়ের করেন। ওই মামলার প্রধান আসামী হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক, আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির ও আমতলী পৌর যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক অমিত রসুল অপু। পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

আমতলী থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন,“বিএনপির মিছিলে হামলার ঘটনায় থানায় বিস্ফোরক ও বিশেষ আইনে ৬৫ জনের নাম উল্লেখ করে ১৫০ জনকে অজ্ঞাত রেখে মামলা হয়েছে। ওই মামলায় প্রধান আসামীসহ তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।”

আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উপ-পুলিশ পরিদর্শক (সিএসআই) মো. আনোয়ার হোসেন বলেন, “গ্রেপ্তারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles