
লেখক-ইয়াছির আরাফাত
আমরা সবাই কিশোর
মুক্ত স্বাধীন পাখি,
ব্শ্বি মাঝে ছড়িয়ে গিয়ে
নতুন কিছু শিখি।
সদা সত্য কথা বলি,
সদা সত্য পথে চলি,
সূর্যের মত আলো ছড়িয়ে
সূর্যের মত জ্বলি।
জ্ঞানের পিছু ছুটবো মোরা
বিশ্ব মাঝে হব সেরা-
সবার কাছে হব মোরা,
আকাশের উজ্জ্বল তারা।
পড়া শোনায় কভু মোরা
দিব না ফাঁকি,
সবার কাছে হব মোরা
হৃদয় জুড়ানো আঁখি।
আজকে মোরা ছোট আছি,
কালকে বড় হব
আগামী দিনে আমরাই
বিশ্ব জয় করব।
পড়া শোনায় কভু মোরা
দিব না ফাঁকি,
সবার কাছে হব মোরা
হৃদয় জুড়ানো আঁখি।
আজকে মোরা ছোট আছি,
কালকে বড় হব
আগামী দিনে আমরাই
বিশ্ব জয় করব।
লেখক
ইয়াছির আরাফাত
অষ্টম শ্রেণি
প্রতিষ্ঠান, ড্রীম হোমস, উত্তরা,
ঢাকা-১২৩০
5bcfa7