আশাশুনিতে অর্ধ-বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা মূল্যায়ন অনুষ্ঠিত

মোঃ রুহুল কুদ্দুস,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনিতে অর্ধ-বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা মূল্যায়ন, ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম অনুষ্ঠিত হয়েছে।

২২ এপ্রিল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়মে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রভড নিউট্রিশন (গেইন) এর আয়োজনে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ, শোভনালী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, বুধহাটা ইউপি চেয়ারম্যান মাহাবুবুল হক ডাবলু, দরগাহপুর ইউপির প্যানেল চেয়ারম্যান ও সাংবাদিক আসাদুজ্জামান মুকুল, উপজেলা সহকারি পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা তারিকুল ইসলাম, বিল্লাল হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দ, ইউনিয়ন জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, শিক্ষক, নারী উদ্যোক্তা, এনজিও কর্মী, মসজিদের ইমাম এবং গ্রাম পুলিশ অংশ গ্রহণ করেন।

সভায় আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্টেক হোল্ডারদের নিয়ে ২০২৪ সালে নেওয়া বার্ষিক পরিকল্পনার অর্ধ বার্ষিক কর্মপরিকল্পনার মূল্যায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন গেইন এর কনসালটেন্ট নিহার কুমার প্রামাণিক।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles