
অনলাইন ডেস্ক
পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন নতুন ভবনে কার্যক্রম শুরু করেছে।
আজ বুধবার থেকে বাংলাদেশ হাইকমিশন ইসলামাবাদের ডিপ্লোম্যাটিক এনক্লেভে নিজস্ব ভবনে স্থানান্তরিত হয়ে কার্যক্রম চালু করেছে।
ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন, ইসলামাবাদ।
হাইকমিশনের নতুন ঠিকানা হলো-বাংলাদেশ হাইকমিশন, ইসলামাবাদ; ব্লক-১৫, রাস্তা নং-৩৩, ডিপ্লোম্যাটিক এনক্লেভ, ইসলামাবাদ-৪৪০০০।
যোগাযোগের জন্য ফোন: ০৫১-২২৭৯২৬৭, ফ্যাক্স: ০৫১-২২৭৯২৬৬ এবং ই-মেইল: mission.islamabad@mofa.gov.bd
আজ থেকে হাইকমিশনের কনস্যুলার সার্ভিসসহ সকল সেবা উপর উল্লিখিত ঠিকানা থেকে দেওয়া হচ্ছে বলে এক বার্তায় জানানো হয়েছে।