
অনলাইন ডেস্ক
রাজধানীর গেন্ডারিয়ায় রেল স্টেশনের উত্তর পাশ থেকে গলাকাটা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সত্যতা নিশ্চিত করে গেন্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) তৌফিক আনান জানান, আজ রোববার সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে গেন্ডারিয়া রেল স্টেশনের উত্তর পশ্চিম পাশে দেয়াল ঘেষে পড়েছিল কাদাযুক্ত নারীর মরদেহ।
পুলিশের ধারণা ওই নারীকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়েছে। সেলোয়ার-কামিজ পরিহিত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি এখনও।
তিনি বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে ধর্ষণের পর কুপিয়ে গলা কেটে হত্যা করে ওইস্থানে ফেলে রাখা হয়েছে।’