
মোঃ সালাউদ্দিন শেখ,বিশেষ প্রতিনিধি গোপালগঞ্জ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকায়, তায়েবা রেস্টুরেন্টের বিপরীত পার্শ্বে যাত্রী ছাউনীর সামনে, ঢাকা-খুলনা হাইওয়ে রোডে উপর একটি মাইক্রোবাসে করে গোপনে মাদকদ্রব্য ক্রয় -বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করে।
র্যাব ৬ ভাটিয়াপাড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
গ্রেফতার চিত্রনায় হলেন ফেনী সদর উপজেলার মধুপুর গ্রামের আবুল বাশার এর ছেলে আবুল কালাম সোহেল (৩২) ও নোয়াখালী জেনার কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতীপুর গ্রামের মৃত নুরুল আলম এর ছেলে আব্দুল মতিন (৪২)।
উক্ত সময় উপস্থিত সাক্ষীদের সামনে আসামিদের নিকট হতে ১৯ কেজি ২০০ গ্রাম গাজা ও গাজা পরিবহনের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস উদ্ধার পূর্বক জব্দ করেন র্যাব ৬।