তোফায়েল আহমেদের অবস্থা ক্রিটিক্যাল, মৃত্যু নিয়ে গুজব না ছাড়ানোর আহ্বান

অনলাইন ডেস্ক

ষাটের দশকের ছাত্রনেতা, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। বর্ষিয়ান এ রাজনীতিকের শারীরীক অবস্থা ক্রিটিক্যাল হলেও তিনি এখনও বেঁচে আছেন। জীবিত অবস্থায় তোফায়েল আহমেদের মৃত্যু নিয়ে গুজব ছাড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তার মেয়ের জামাই ডা. তৌহিদুজ্জামান।

শনিবার (৪ অক্টোবর) রাত ১১টার দিকে তোফায়েল আহমেদের শারীরীক অবস্থা নিয়ে কথা বলার সময় তিনি আমাদের সময়ের মাধ্যমে দেশের মানুষের কাছে এ আহ্বান জানান এবং তার সুস্থতার জন্য প্রার্থনার অনুরোধ জানান।

তৌহিদুজ্জামান বলেন, ওনার অবস্থা রাত ৮টার দিকে হঠাৎ করেই অবনতি হয়েছিল। প্রেশার ও পালস আশঙ্কাজনকভাবে কমে যায়। তবে চিকিৎসকদের তৎপরতায় ফের আগের অবস্থায় ফিরে আসে। তবে সবমিলিছে তার অবস্থা আগের চেয়ে অবনতি হয়েছে।

বার্ধক্যজনিত নানা জটিলতা নিয়ে প্রায় ১০ দিন ধরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন তোফায়েল আহমেদ। শনিবার রাতে তার অবস্থার অবনতি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে। এ বিষয়টি আহত করেছে বর্ষিয়ান এ রাজনীতিবিদের স্বজনদের।

স্কয়ার হাসপাতালের পক্ষে প্র্রতিষ্ঠানটির মুখপাত্র মোরশেদুল ইসলাম রাত সাড়ে ১০টার দিকে সাংবাদিকদের বলেন, তোফায়েল আহমেদের অবস্থা আগের চেয়ে অবনতি হয়েছে এটা সত্যি, তবে তার মৃত্যুর খবর সত্য নয়। তিনি আমাদের হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন আছেন। আমাদের মেডিকেল বোর্ড সার্বক্ষণিক তার পাশে রয়েছে এবং সম্ভাব্য সবধরনের চিকিৎসা সেবা তাকে দেওয়া হচ্ছে। উনার সর্বশেষ অবস্থা চিকিৎসকরা বলতে পারবেন। তবে খারাপ কিছু হলে অবশ্যই আমাদের জানানো হবেংবাদিকরাও জানতে পারবেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles