নড়াইলের লোহাগড়ায় জমে উঠেছে সুপারীর হাট

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় সুপারী মৌসুম ঘিরে সরগরম হয়ে উঠেছে হাটবাজারগুলো। উপজেলার লোহাগড়া বাজার, এড়েন্দা হাটসহ আশপাশের বিভিন্ন বাজারে সুপারী বিক্রেতা ও ব্যবসায়ীদের ব্যস্ততা চোখে পড়ার মতো।

ঘুরে দেখা যায়, ভোর থেকেই কৃষকরা তাদের বাগান থেকে তাজা সুপারী তুলে ঝুড়ি ও বস্তায় ভরে হাটে নিয়ে আসছেন। হাটে এসে পাইকার ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে দরদাম করছেন। সকাল গড়িয়ে দুপুর পর্যন্ত চলে এই কেনাবেচার ধুম। ফলে পুরো হাটজুড়ে সুপারী বিক্রেতা, ক্রেতা ও আড়তদারদের ভিড়ে জমে ওঠে এক প্রাণচাঞ্চল্যময় পরিবেশ।

এড়েন্দা হাটের এক আড়তদার জানান, “প্রতিটি হাটে গড়ে ২ থেকে আড়াই লক্ষ টাকার সুপারী কেনাবেচা হয়। স্থানীয় কৃষকরা ভালো দাম পাচ্ছেন, আর পাইকাররা তা কিনে নিয়ে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছেন।”

ব্যবসায়ীদের মতে, এ বছর সুপারীর ফলন আগের চেয়ে ভালো হয়েছে। বাজারে সরবরাহ বেড়েছে, তবে চাহিদা থাকায় দামও বেশ ভালো। কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছেন বলে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

শুধু স্থানীয় অর্থনীতিই নয়, মৌসুমি এ সুপারী বেচাকেনা অনেক পরিবারকে জীবিকার সুযোগ করে দিচ্ছে। কৃষক, আড়তদার, খুচরা ব্যবসায়ী—সবাই এ মৌসুমে সমানভাবে লাভবান হচ্ছেন।

স্থানীয়রা বলছেন, সুপারীর হাটকে কেন্দ্র করে গ্রামীণ অর্থনীতিতে যেমন গতি আসছে, তেমনি আশপাশের বাজারগুলোতেও সৃষ্টি হচ্ছে কর্মসংস্থানের সুযোগ। লোহাগড়ার এ হাটগুলো তাই শুধু বেচাকেনার স্থান নয়, গ্রামীণ অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবেও গুরুত্ব বহন করছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles