নড়াইলে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন করলেন এসপি রবিউল ইসলাম

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলে শারদীয় দুর্গোৎসব উদযাপন পরিদর্শন করেন এসপি রবিউল ইসলাম।

নড়াইলে নিশ্ছিদ্র নিরাপত্তায় উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা-উৎসব শারদীয় দুর্গোৎসব উদযাপন পরিদর্শন করেন নড়াইল জেলা পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম। তিনি রবিবার (২৮ সেপ্টেম্বর) ষষ্ঠী উৎসবে সদর থানার কেন্দ্রীয় টাউন কালিবাড়ি পূজা মন্ডপে উপস্থিত হলে কমিটির সভাপতি উত্তম দত্ত তাকে স্বাগত জানান।

এ সময় পুলিশ সুপার বলেন জেলার সকল পুলিশ সদস্য একযোগে নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে। এ বছর নড়াইল জেলায় মোট ৫২৪টি পূজা মন্ডপে শারদীয় দূর্গাপূজা উদযাপিত হচ্ছে। নড়াইল জেলা পুলিশ হাতে নিয়েছে বহুমাত্রিক মাল্টি-লেয়ারড নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি পূজা মন্ডপে সার্বক্ষণিক নিরাপত্তার জন্য পুলিশ সদস্যসহ আনসার ও স্বেচ্ছাসেবক দল নিয়োজিত আছে। বেশিরভাগ পূজামণ্ডপে সিসিটিভি লাগানো হয়েছে। এছাড়া সর্বস্তরের জনগণ যাতে রাতের বেলায়ও নির্বিঘ্নে পূজামণ্ডপ পরিদর্শন করতে পারে সেজন্য জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশসহ অন্যান্য শাখার পুলিশ সার্বক্ষণিক নজরদারিসহ টহল ডিউটি পালন করছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles