পটুয়াখালী মদনমোহন জিউর মন্দিরে সাংবাদিককে হেনস্তা

মোঃ কবির গাজী,ক্রাইম রিপোর্টার পটুয়াখালী

পটুয়াখালী শহরের শ্রীশ্রী মদনমোহন জিউর মন্দিরে শারদীয় দুর্গাপূজা চলাকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন স্থানীয় সাংবাদিক সুনান বিন মাহাবুব। তিনি পটুয়াখালীর স্থানীয় পত্রিকায় কর্মরত।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে পূজামণ্ডপে সরাসরি সংবাদ সংগ্রহের সময়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, পূজা মণ্ডপের পরিবেশ ও পূজার সার্বিক আয়োজন নিয়ে সংবাদ সংগ্রহ করার সময় হঠাৎ একদল ব্যক্তি সাংবাদিকের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। এ সময় তার হাতে থাকা মুঠোফোন কেড়ে নেওয়া হয় এবং তাকে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করা হয়।

ভুক্তভোগী সাংবাদিক সুনান বিন মাহাবুব জানান, “আমি দায়িত্ব পালন করছিলাম। পূজার পরিবেশ ও আয়োজন কভার করছিলাম। হঠাৎ করে কয়েকজন এসে আমার ফোন কেড়ে নেয় ও হেনস্তা করে। বিষয়টি তাৎক্ষণিকভাবে পূজা উৎযাপন কমিটির একাধিক সদস্যকে জানালেও তারা দায়িত্ব এড়িয়ে যায়।”

এ ঘটনায় পটুয়াখালীর বেশ কয়েকজন সিনিয়র সাংবাদিক তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন। তারা বলেন, পূজার মতো ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে সংবাদকর্মীর উপর এমন আচরণ অত্যন্ত দুঃখজনক। অবিলম্বে দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

এদিকে পূজা উৎযাপন কমিটির কয়েকজন দায়িত্বশীল ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হলে তারা সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে স্থানীয় সচেতন মহল মনে করছে, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে ভবিষ্যতে গণমাধ্যমকর্মীরা স্বাভাবিক দায়িত্ব পালনে নিরুৎসাহিত হবেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles