
পিরোজপুর জেলা প্রতিনিধি:
পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরমকাঠী ইউনিয়নে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। পুলিশ ধর্ষক তারক মাতাকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার শিশুর মা শিবানী মজুমদার বাদী হয়ে নাজিরপুর থানায় তারক মাতার (৩৫) নামে মামলা দায়ের করেন। অভিযুক্ত তারক উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের মধ্যজয়পুর গ্রামের বিমল মজুমদারের ছেলে।
শিশুটির কাকা হিরামন মজুমদার জানান , বৃহস্পতিবার বেলা ১টায় শিশুটি বাড়ির পাশে অন্যান্য শিশুদের সাথে বাড়ির সামনে খেলাধুলা করছিল। এ সময় তারক তাকে লিচু খাওয়ানোর লোভ দেখিয়ে ডেকে নিয়ে শাশুড়ি বকুল রানী মজুমদারের বসতঘরে নিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটি ডাক চিৎকার দিলে ধর্ষক তাকে ফেলে পালিয়ে যায় তারক। পরে শিশুটিকে উদ্ধার করে তার মা নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
নাজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. দ্বীপান্নিতা দেবনাথ জানান, ৮ বছরের এক শিশুকে হাসপাতালে নিয়ে আসলে তার প্রাথমিক চিকিৎসা দিয়েছি। উপজেলা সদর হাসপাতালে ধর্ষিত শিশুদের পরীক্ষা-নিরীক্ষা না থাকার কারণে তাকে পিরোজপুর জেলা হাসপাতালে পুলিশের মাধ্যমে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, সংবাদ পেয়ে তাৎক্ষনিকভাবে হাসপাতালে পুলিশ প্রেরণ করি। এ ঘটনায় মামলা দায়েরের পর আসামি তারক মাতাকে গ্রেফতার করা হয়েছে।