
মো: সাখাওয়াত হোসেন মামুন,পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
জাতি ধর্ম,বর্ণ নির্বিশেষে মুসলিম ভাই-বোন পূর্বধলা উপজেলা সহ দেশ ও দেশের বাহিরের সকল মানুষকে কে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন নেত্রকোনা পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুল আলম(এন আলম)
শুভেচ্ছা বার্তায় তিনি জানান, ঈদ মোবারক, ঈদ একটি নির্মল আনন্দের আয়োজন। যেখানে মানুষ আত্নশুদ্ধির জন্য পরস্পরের মিলন বন্ধনের ঐক্যবদ্ধ হয়ে খুশী ভাগাভাগি করে নেয়। নিজেদের অতীত জীবনের সব পাপ-কুলুশতা থেকে মুক্ত হয়ে পবিত্র অনুভুতি ধারন করেই পুর্নতা লাভ করে পবিত্র ঈদের খুশী। ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। এখানে হিংসা-বিদ্বেষ, হানাহানির কোনও স্থান নেই। মানবিক মূল্যবোধ পারস্পরিক সহাবস্থান, পরমতসহিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে। ব্যক্তি,পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মূলবন্ধন পরিব্যক্তি লাভ করুক এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা।
সবাইকে অগ্রিম ঈদ মোবারক, সকলের জীবনে বয়ে উঠুক ঈদের খুশি দূর হউক সকল কুলশতা ও জটিলতা, আল্লাহ পবিত্র ঈদুল ফিতরের উচিলায় বিশ্বের সকল মানুষকে সবাইকে ক্ষমা করুক, হেফাজত করুক, সকলে যেন মানুষে মানুষে জাতিতে জাতিতে ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে বিশ্বকে শান্তির বসবাসযোগ্য স্হান হিসাবে গড়ে তুলে। তাহলেই না সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ নামটি মর্যাদা পায় সকল প্রাণীর উপরে।