
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ্যে এসেছেন কাতারের দোহায় ইসরায়েলের চালানো হামলা থেকে বেঁচে যাওয়া হামাস নেতা খলিল আল-হাইয়া।গতকাল শনিবার রাতে কাতারের আল আরাবি টেলিভিশন নেটওয়ার্কে তার সাক্ষাৎকার সম্প্রচারিত হয়েছে। গত মাসে দোহায় ইসরায়েলের হামলায় তিনি ও সংগঠনটির অন্যান্য নেতারা টার্গেট হওয়ার পর এটিই ছিল তার প্রথম টেলিভিশন উপস্থিতি।
দোহায় ইসরায়েলের হামলায় ছয়জন নিহত হন। এ ঘটনায় ব্যাপক সমালোচনার জন্ম হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই হামলার নিন্দা জানান। এদিকে ধারণা করা হচ্ছে, হামাসের শীর্ষ নেতারা ওই হামলা থেকে বেঁচে গেছেন।
সাক্ষাৎকারে এই হামাস নেতা বলেন, দোহায় নিহতদের মধ্যে তার ছেলে ও গত প্রায় দুই বছরের বিধ্বংসী গাজা যুদ্ধে নিহত হাজার হাজার মানুষের মৃত্যুর মধ্যে কোনো পার্থক্য নেই।
তিনি বলেন, ‘আমরা আশা করি, তাদের রক্ত বিজয়ের পথ প্রশস্ত করবে, জেরুজালেমের পথে নিয়ে যাবে, দখলদারদের জন্য লজ্জার কারণ হবে এবং জাতির মর্যাদা ও বিজয়ের পথ তৈরি করবে।’
হামাসের আলোচকরা রবিবার মিশরে গাজা যুদ্ধের অবসান নিয়ে আলোচনায় বসবেন। হামাসের আলোচকরা যখন কায়রোর উদ্দেশে রওনা হচ্ছেন, তখন ভিডিওটি সম্প্রচার করা হয়।