
মোঃ আল মামুন হাওলাদার,বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
২০ আগস্ট ২০২৫ইং তারিখে রোজ শনিবার সকাল ১১ ঘটিকার সময় বাকেরগঞ্জ নাজমুল আলম সিদ্দিকী মাধ্যমিক বিদ্যালয়ের অডিটরিয়াম ভবনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত বাকেরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বিষয়ক একটি সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথির আসন অলংকৃত করেন, শিক্ষানুরাগী, শিক্ষা স্বপ্নদ্রষ্টা, সর্বকালের সেরা শিক্ষাবান্ধব বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব রুমানা আফরোজ মহোদয় ,সভাপতির আসন অলংকৃত করেছেন আইসিটি বিশেষজ্ঞ, শিক্ষা ও শিক্ষকবান্ধব, বাকেরগঞ্জ শিক্ষা পরিবারের প্রাণের স্পন্দন, বাকেরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব খন্দকার আমিনুল ইসলাম মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এইচ এম জাফর আহমেদ স্যার, বরিশাল ব্রজমোহন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোমিন উদ্দিন স্যার, বাকেরগঞ্জ জেএসইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব হাবিবুর রহমান খান স্যার এবং প্রধান শিক্ষক জনাব ফজলুর রহমান মোল্লা স্যার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষকগণ, আইসিটি জেলা অ্যাম্বাসেডর,উপজেলা মাস্টার ট্রেইনার ও আইসিটিতে দক্ষ শিক্ষকবৃন্দ।
সভায় বক্তাগণ AI ও আইসিটি প্রয়োগ করে কিভাবে শ্রেণীর পাঠদান আরো প্রানবন্ত করা যায় তার উপর মতামত ব্যক্ত করেন।
বাকেরগঞ্জ সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক মাধ্যমিক শিক্ষায় শিক্ষক ও শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী একটি চমৎকার যুগোপযোগী আইসিটির উপর বই রচনা করেন এবং বইটির মোড়ক উন্মোচন করা হয়।
সর্বশেষ সভাপতি মহোদয়ের বিভিন্ন প্রশ্নোত্তর পর্ব ও আইসিটির ব্যবহারের গুরুত্বর উপর বক্তৃতা শেষে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।