ভোলার লালমোহনে জবরদখল করে জমি দখলের চেষ্টা মারপিটে আহত-৫ 

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহনে জবরদখল করে জমি দখলের চেষ্টায় প্রতিপক্ষ পিটিয়ে ৫ জনকে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ফকির বাড়ির মৃত নুরজামালের ছেলে মোতাহার গংদের পিটিয়ে মারাত্মক ভাবে জখম করে একই এলাকার ইউনুছ মাষ্টার বাড়ির ইউনুছ মাষ্টার, মোসলেহ উদ্দিন, মোতালেব, জসিম, সবুজ, ফরহাদ, মোসাঃ হকি সহ একদল বহিরাগত ক্যাডার বাহিনী।

জানাযায়, রায়চাদ মৌজার এস এ খতিয়ান নং – ৬০, ১০৬, ১৩৩, ১৩২, ৭৭ থেকে দীর্ঘ ২০/২২ বছর পূর্বে ইউনুছ গংদের ওয়ারিশ সুত্রে  মোতাহারের পিতা ৮০ শতাংশ জমি খরিদ করে দীর্ঘদিন ধরে ভোগ দখলে বিদ্যমান রয়েছে।

গত কয়েক দিন ধরে ওই জমি জবর দখলের চেষ্টা চালিয়ে আসছে ইউনুছ গংরা। পরে গত (১ সেপ্টেম্বর বৃহস্পতিবার) সকাল ১০ টার দিকে এরা লোকজন ও লাঠি সোঠা নিয়ে উক্ত জমি জবরদখল করতে এলে মোতাহার মিয়ার স্ত্রী জোসনা বেগম বাধা দিলে তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে।

পরে তার ডাকচিৎকারে মোতাহার, নুরনাহার, জামাল, শাহাবুদ্দিন এরা তাকে উদ্ধার করতে এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় লোকজন এসে তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনলে প্রতিপক্ষরা হাসপাতালে ভর্তিতে বাধা প্রদান করে। পরে তাদেরকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। এতে জোসনা বেগমের অবস্থা আশংকা জনক দেখে করর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা নেওয়ার পরামর্শ দেন। পরে তাকে ঢাকা নিয়ে যায়, বর্তমানে তিনি নিউরোসায়েন্স হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এ সুযোগে প্রতিপক্ষ ইউনুছ মাষ্টার গংরা উল্টো মোসলেহ উদ্দিনকে বাদি করে মোতাহার গংদের ৮ জনের বিরুদ্ধে লালমোহন থানায় ২ সেপ্টেম্বর একটি মামলা দায়ের করেন। যার নং-০২ /২০২২ইং।

এ বিষয়ে ভুক্তভোগী আহত মোতাহার মিয়া অভিযোগ করে জানান, আমাদের দীর্ঘদিনের ভোগ দখলিয় সম্পত্তি ইউনুছ গংরা জবরদখল করতে আসলে আমরা বাঁধা দিলে তারা আমাদেরকে এলোপাতাড়ি পিটিয়ে ৫ জনকে মারাত্মকভাবে আহত করে। পরে আমরা লালমোহন হাসপাতালে চিকিৎসা নিতে আসলে সেখানে বাধা প্রদান করায় আমরা ভোলা সদর হাসপাতালে ভর্তি হয়েছি। আমার স্ত্রী জোসনা বেগমকে ডাঃ ঢাকা রেফার করেন, এসুযোগে আমাদের বিরুদ্ধে উল্টো লালমোহন থানায় আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এখন আমাদেরকে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করছে। এখন আমরা বাড়ি ঘরে থাকতে পারতেছিনা আমরা এখন নিরাপত্তা হীনতায় ভূগতেছি।

এঘটনায় ভুক্তভোগী পরিবার আইনি ভাবে ন্যায় বিচার দাবি জানান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles