
মোঃ ফয়সাল সরকার রিচার্ড,রাজশাহী জেলা প্রতিনিধি
নগরীতে চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্পের আওতায় জেলা শিশু কল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
রাজশাহী জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের আয়োজিত সভায় জেলা সমাজসেবা কার্যালয় রাজশাহীর উপ-পরিচালক হাসিনা মমতাজের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র জেলা সুপার আব্দুল জলিল, সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মনজুর কাদের, জেলা তথ্য অফিস রাজশাহীর উপ-পরিচালক নাফেয়ালা নাসরিন,
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইদুল ইসলাম, সিজিএম ভবনের প্রবেশন অফিসার মো. মনিরুজ্জামান, সিএমএম কোর্টের প্রবেশন অফিসার মো. আতিকুর রহমান, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান মর্জিনা পারভীন, এসওএস শিশু পল্লীর প্রকল্প পরিচালক এবিএম বদরুল মুনীর প্রমুখ।