লালমনিরহাটে দেব বাড়ি পূজা মন্ডপ উদ্বোধন করলেন হাঙ্গেরির কনসাল

নুরুজ্জামান,লালমনিরহাট জেলা প্রতিনিধি

লালমনিরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে শহরের ঐতিহ্যবাহী দেব বাড়ি পূজা মন্ডপে আনুষ্ঠানিকভাবে পূজার উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত হাঙ্গেরি দূতাবাসের কনসাল ড. ইভিলিন অলটিয়েন পোলানেক।

দেব বাড়ি পূজা মন্ডপের সাধারণ সম্পাদক শ্রী জয়ন্ত কুমার দেবের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইডেন প্রবাসী অর্থনীতিবিদ শহীদুজ্জামান কাকন ও চট্টগ্রামে হাঙ্গেরি এম্বাসির কনসাল মোকলেসুর রহমান লেনিন। অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়, পরে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। রঙিন আলোকসজ্জা, ঢাক-ঢোলের বাজনা আর ভক্তদের উচ্ছ্বাসে প্রাণবন্ত হয়ে ওঠে দেব বাড়ি পূজা মন্ডপ।

সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেব বলেন, “প্রতিবারই মা দুর্গা স্বর্গ থেকে আসেন। তবে এবার তিনি এসেছেন হাতিতে। মায়ের কাছে আমাদের চাওয়া, বিশ্ব একটি সঠিক নেতৃত্ব পাক, সব রেষারেষি দূর হোক, বাংলাদেশসহ পুরো পৃথিবী ফুলে ফলে ভরে উঠুক।” তিনি আরও জানান, সীমান্তবর্তী লালমনিরহাটের উন্নয়ন ও কর্মসংস্থানের স্বার্থে প্রতিবছরই বিশেষ অতিথিদের আমন্ত্রণ জানানো হয়।

দেব বাড়ির সদস্য অনন্যা বলেন, “দুর্গাপূজা আমাদের জন্য অন্যরকম আনন্দের একটি উৎসব। মায়ের কাছে প্রার্থনা, দেশের জন্য ভালো পরিবেশ তৈরি হোক, সবাই যেন ভালো থাকে।”

পূজা মন্ডপের প্রধান পুরোহিত শ্রী রণেন্দ্রনাথ চক্রবর্তী জানান, এবার মা দুর্গা এসেছেন গজায় আর বিদায় নেবেন দোলায়। প্রতিবছরের মতো এবারও মা দুর্গা শান্তি ও শুভকামনা নিয়ে এসেছেন। তিনি বিশ্বাস করেন, ভক্তদের অংশগ্রহণে এ উৎসব হবে মিলনমেলা, যা শান্তির বাংলাদেশ প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles