লালমনিরহাট জেলা যুবদলের উদ্যোগে ৭০ কিলোমিটার রাস্তা সংস্কার

নুরুজ্জামান,লালমনিরহাট জেলা প্রতিনিধি

এক মাসে ২০টি ইউনিয়নের প্রায় ৭০ কিলোমিটার রাস্তা সংস্কার করেছে লালমনিরহাট জেলা যুবদল। বৃক্ষরোপণ কর্মসূচি, রাস্তার পাশের আগাছা পরিষ্কার এবং নিজ অর্থায়নে নিজেরাই স্বেচ্ছায় শ্রম দিয়ে ভেঙে যাওয়া ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার করে প্রশংসা কুড়িয়েছেন এলাকার মানুষজনের।

শুক্রবার (৩ অক্টোবর) দিনব্যাপী লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের দুরাকুটি কবরস্থান থেকে জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের শালামারা ব্রিজ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার করা হয়েছে।

লালমনিরহাট জেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান ভি.পি আনিছ ও সদস্য সচিব হাসান আলীসহ যুবদলের নেতাকর্মীরা নিজ উদ্যোগে এবং নিজেরাই শ্রম দিয়ে ভেঙে যাওয়া ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার করেন। তারা নিজ অর্থায়নে ইটের খোয়া, বালু ও মাটি ফেলে ক্ষতিগ্রস্ত রাস্তটি সংস্কার করেছেন। তারা জেলার ২০টি ইউনিয়নের বিভিন্ন ক্ষতিগ্রস্ত পাকা ও কাঁচা প্রায় ৭০ কিলোমিটার রাস্তা সংস্কার, রাস্তার ধারে বৃক্ষরোপণ ও আগাছা পরিষ্কার করেছেন।

স্থানীয় বাসিন্দা আলী হোসেন জানান, এই রাস্তাটি দিয়ে ঐতিহ্যবাহী দুরাকুটি বাজারে যাওয়ার জন্য হাজার হাজার মানুষ চলাচল করে। রাস্তাটির বিভিন্ন স্থানে সৃষ্টি হওয়া গর্তে রিকশা, ভ্যান, সাইকেল ও মোটরসাইকেল পড়ে ঘটেছে নানা দুর্ঘটনা। তিনি রাস্তা সংস্কার করায় যুবদলের নেতাকর্মীদের ধন্যবাদ জানান।

আরেক বাসিন্দা হযরত আলী জানান, বন্যার সময় ওই রাস্তাটি দিয়ে বৃষ্টির পানি নেমে যাওয়ার সময় রাস্তাটির বেশিরভাগ অংশই ক্ষতিগ্রস্ত হয়। যাতায়াতের অযোগ্য হয়ে পড়ে। চরম ভোগান্তিতে পড়েন ওই দুই ইউনিয়নের বাসিন্দারা। সড়কটি সংস্কার হওয়ায় যুবদলের নেতাকর্মীদের ধন্যবাদ জানান তিনি।

স্কুলছাত্রী রেবেকা খাতুন ও স্কুলছাত্র আব্দুল ওহাব বলেন, আমাদের স্কুলে যাওয়ার এটিই একমাত্র রাস্তা। শুষ্ক মৌসুমে চলাচল করতে পারলেও বর্ষাকালে রাস্তাটিতে কাদা জমে থাকে। সাইকেল চালানো দূরের কথা পায়ে হেঁটেও চলাচল করা যায় না। অনেকবার পা পিছলে কাদায় পড়ে বই-খাতা নষ্ট হয়েছে। রাস্তা সংস্কার হওয়ায় তারা খুব খুশি।

জেলা যুবদলের সভাপতি আনিসুর রহমান বলেন, লালমনিরহাট জেলা যুবদলের নেতাকর্মীরা বৃক্ষরোপণ কর্মসূচি এবং নিজেরা অর্থ দিয়ে শ্রম দিয়ে গত এক মাসে জেলার ২০টি ইউনিয়নে ৭০ কিলোমিটার রাস্তা সংস্কার করেছেন। মাসব্যাপী তাদের এই জনহিতকর কাজ চলমান থাকবে বলেও তিনি জানান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles