
এম রিয়াজ উদ্দিন, লালমোহন (ভোলা) প্রতিনিধি
১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১মে) সকাল দশটায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল লালমোহন উপজেলা ও পৌরসভা শাখার আয়োজনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বর্নাঢ্য র্যালী বের হয়ে লালমোহন বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে উপজেলা প্রাঙ্গনে এসে শেষ হয়। পরবর্তীতে উপজেল অডিটোরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমোহন উপজেলা শ্রমিকদলের সভাপতি শাহিন হাওলাদারের সভাপতিত্বে ও সদস্য সচিব ফরহাদ রেজা এবং পৌর শ্রমিকদলের সভাপতি মাহমুদুল হাসান হাওলাদারের সঞ্চালনায় এ সময় গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন, লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন, সফিউল্লাহ হাওলাদার, পৌর বিএনপির আহবায়ক সাদেক মিয়া জান্টু, সদস্য সচিব জাকির ইমরান, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান হাওলাদার, উপজেলা জাসাসের সভাপতি আজাদুর রহমান হাওলাদার, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক প্রভাষক রেজাউর রহমান শাহিন, উপজেলা যুবদল নেতা বশির হাওলাদার প্রমুখ।