শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিক্ষোভ

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

বঙ্গবন্ধু কন্যা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে নিজ জন্মভূমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার নেতাকর্মী ও সর্বস্তরের হাজার হাজার জনতা মাঠে নেমেছে।

শেখ হাসিনাকে দেশের মাটিতে ফিরিয়ে আনতে তারা আজ বৃহস্পতিবার বেলা ১১টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন শেষে শপথ নিয়েছে।

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও সাধারণ জনতা এতে অংশ নেয়।

এরআগে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্থানীয় জনগণকে সাথে নিয়ে একটি বিশাল মিছিল বের করেন।

মিছিলটি টুঙ্গিপাড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বসার খায়ের, সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, সহ সভাপতি ইলিয়াস হোসেন সরদার, পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, টুঙ্গিপাড়া পৌর মেয়র তোজাম্মেল হক টুটুলসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা এবং স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles