
আব্দুস ছাত্তার,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কালীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে (৯ এপ্রিল) রবিবার ১৭ রমজান বিকাল পাঁচটায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মহোদয়ের বদলিজনিত বিদায় সম্বর্ধনা ও ইফতার দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ও সহকারী শিক্ষক ইয়াসিন আরাফাতের সভাপতিত্বে ও উপজেলা সহকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এস এম গোলাম রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মাসুদা খানম মেধা, সম্বোধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ও সহকারী শিক্ষা অফিসার প্রকাশ চন্দ্র, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক আবুল হাসান, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কাউসার তুহিন, সাধারণ সম্পাদক ও ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু, কালিগঞ্জ ক্লাবের যুগ্ন সম্পাদক এই হাফিজুর রহমান শিমুল, সাংবাদিক আব্দুল করিম মামুন হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির নেতা শাহিনা আক্তার চায়না, শিলন অধিকারী প্রমূখ।
বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠানে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ও সহকারী শিক্ষা অফিসার প্রকাশ চন্দ্র কে শিক্ষক সমিতির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। ইফতার ও দোয়া অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি সাংবাদিক ও উপজেলা সরকারি, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।