
শফিকুল ইসলাম,আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাটের আদিতমারী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক সাহেবের নেতৃত্বে একটি হলুদ রঙের পিক-আপ থেকে ৩ টি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় ৩ জন চোরকে আটক করেছে আদিতমারী থানা পুলিশ।
বুধবার (১২-জুলাই) তারিখে এসআই/মোঃ সালেহুর রহমান আকন্দ, এএসআই/আমিনুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স আদিতমারী থানা সহ বিশেষ অভিযান পরিচালনা করে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন ইশোরকোল গ্রামের মোঃ নজরুল ইসলাম নজু (৫০), পিতা- মৃত আমির উদ্দিন, ২। মোঃ রবিউল আলম (৩০), পিতা- মৃত তোফায়েলুর রহমান দ্বয়ের বাড়িঘর লুটপাট করে দুইটি কালো রংয়ের গাভী ও একটি বাছুর এবং একটি কালো সাদা রংয়ের গাভী চুরি করে আদিতমারী থানাধীন পলাশী ইউনিয়নের নিত্যানন্দ গ্রামে নিয়ে আসলে চোরাই গরুসহ আসামী ১। মো. নুরন্নবী (৩২), পিতা- মো. শাহজাহান, মাতা-সামসুন্নাহার বেগম, ২। মোঃ রাশেদ ওরফে আসাদ (২২), পিতা- মো. শাহজাহান, মাতা- আশেকা বেগম, ৩। মো. সাজ্জাদুল ইসলাম সাজু (৪৪), পিতা- মো. আফজাল হোসেন, সর্ব সাং- ইশোরকোল, থানা- কালীগঞ্জ জেলা- লালমনিরহাটদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। অভিযোগের ঘটনাস্থল কালীগঞ্জ থানা এলাকায় হওয়ায় কালীগঞ্জ থানাকে আসামী সহ চোরাই গরুগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গ্রেফতার ও উদ্ধারকারী অফিসার এসআই/মোঃ সালেহুর রহমান আকন্দ , এএসআই/আমিনুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স আদিতমারী থানা, লালমনিরহাট।