চট্টগ্রাম বন্দরে জাহাজের সঙ্গে সংঘর্ষে ডুবেছে বালুবাহী বাল্কহেড

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম বন্দর চ্যানেলে কনটেইনার জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে গেছে একটি বালুবাহী বাল্কহেড।

সোমবার (৩০ ডিসেম্বর) রাতে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল  ও গুপ্তবাঁকের মাঝামাঝি এলাকায় এমভি অনিমা-সায়মা-২ নামের নৌযানটি ডুবে যায়। চট্টগ্রাম বন্দরের উপ-সংরক্ষক ক্যাপ্টেন ফরিদুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, এমভি জিয়ানিনা-২ নামের কনটেইনার জাহাজের সঙ্গে ধাক্কা লেগে বাল্কহেডটি নিমজ্জিত হয়। বন্দরের বয়া লিফটিং ভেসেল বিএলভি আলী, চ্যানেল টাগ ও জরিপ জাহাজ জরিপ-৯ ঘটনাস্থলে গিয়ে বাল্কহেডটিকে উদ্ধারের চেষ্টা চালায়। এ সময় নৌযানটির তিনজন শ্রমিককে বন্দরের টাগবোটের সাহায্যে উদ্ধার করা হয়। তবে নৌযানটি উদ্ধার করা যায়নি।

বন্দর সূত্রমতে, নিমজ্জিত নৌযানটির অবস্থান বন্দরের নেভিগেশন চ্যানেলের ভেতরে হওয়ায় ওই এলাকা বাণিজ্যিক জাহাজসহ কর্ণফুলী চ্যানেলে চলাচলরত  সকল নৌযানের নিরাপত্তার জন্য প্রতিবন্ধক। স্থানটি লাল বয়া দিয়ে চিহ্নিত করা হয়েছে। সকল নৌযানকে ওই এলাকা দিয়ে সাবধানে চলাচল করতে দেওয়া হয়েছে নির্দেশনা। নিমজ্জিত বাল্কহেডটি সরিয়ে নিতে বন্দরের পক্ষ থেকে মালিকপক্ষকে অনুরোধ করা  হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles