
প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া,নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ০২ নং ওয়ার্ডের কলেজ গেইটের পূর্ব পাশে আজ ভোর ৩ ঘটিকার সময় ০৭ টি দোকানে ভয়াবহ আগুন লাগে।
এতে দোকানের পাশে বর্তি এলাকা থেকে লোকজন এসে দোকানের আগুন নিভানোর কাজ চালায়। এবং দোকানের মালিক ও আসেপাশের লোকজন সাথে সাথে রামু ফায়ার সার্ভিস স্টেশনে ফোন দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিভানোর কাজ চালায়। এতে একটানা ২ঘন্টা পরিশ্রমের ফলে আগুন নিয়ন্ত্রণে আসে।
ঘটনা স্থানে লোকজন ও দোকানের মালিকের কাজ থেকে আগুনর কথা জিজ্ঞেসা করিলে সঠিক ভাবে কেউ বলতে পারেনাই। তবে বিদ্যুৎ থেকে আগুন লাগছে বলে মনে করেন।
এর পড়ে কলেজ গেইটের সামনের দোকানে আগুন লাগার বিষয় জনতে পরে ক্ষতিগ্রস্থদের মাঝে সহায়তার হাত বাড়িয়ে ছুটে আসেন নাইক্ষ্যংছড়ির ১১ বিজিবির অধিনায়ক ও জোন কমান্ডার ও লে: কর্নেল রেজাউল করিমের পক্ষ থেকে উপ- অধিনায়ক মেজর মহিউদ্দিন, নায়েক সুবেদর বিল্লাল হোসেন।
উপ- অধিনায়ক মেজর মহিউদ্দিন, নায়েক সুবেদর বিল্লাল হোসেন এবং নাইক্ষ্যংছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব নুরুল আবছার ইমন প্রমুখ উপস্থিতে ক্ষতিগ্রস্ত দোকান মালিককে উপ- অধিনায়ক মেজর মহিউদ্দিন, নায়েক সুবেদর বিল্লাল হোসেন মোট ক্ষতিগ্রস্ত ০৭ জনকে নগদ ৫০০০ টাকা করে মোট ৩৫০০০ টাকা প্রদান করেন। এবং আরও জানান নাইক্ষ্যংছড়ির ১১ বিজিবির অধিনায়ক ও জোন কমান্ডার ও লে: কর্নেল রেজাউল করিমের পক্ষ থেকে যতটুকু সম্ভব ক্ষতিগ্রস্ত ব্যাক্তিদেরকে সহায়তার আশ্বাস প্রদান করেন।