
মোঃ মনিরুল ইসলাম খান,নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ
ময়মনসিংহের শ্যামগঞ্জ এর বৃহত্তম স্বেচ্ছাসেবী সংগঠন শ্যামগঞ্জ হেল্প ফাউন্ডেশন প্রতি বছরের ন্যায় এবছরও পবিত্র মাহে রমজানে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল এর আয়োজন করে।শ্যামগঞ্জ বাজারের বিভিন্ন স্থানে স্বেচ্ছাসেবকরা পথচারীদের মাঝে ঘুরে ঘুরে ইফতার বিতরণ করে।পরবর্তীতে শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবক ও সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে ইফতার করে। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- শ্যামগঞ্জ হেল্প ফাউন্ডেশন প্রধান উপদেষ্টা গোবিন্দ বণিক, সংগঠনের চেয়ারম্যান গোবিন্দ মোদক, শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাকসুদুল আলম, বাবু তপন কর্মকার,হারুন আ রশীদ, ইউপি সদস্য বাদল মিয়া, সংগঠনের সভাপতি আব্দুল হান্নান ও সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ। এছাড়া বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।